ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

দুর্ভাগ্য, আমরা ভাসানীর মতো সাহসী হইনি : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মওলানা ভাসানী একমাত্র রাজনৈতিক নেতা যে নিজের কোনো স্বার্থ দেখেনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের মুক্তি আন্দোলন শিখিয়েছেন। স্বাধীনতার অর্থ জানিয়েছেন। দুর্ভাগ্য আমরা তার মতো সাহসী হইনি।


ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাওলানা ভাসানী কাছে আমাদের একটি আবেদন, আমাদেরকে সাহস দাও-আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তোমার পথ অনুসরণ করে রাস্তায় থাকব।


৭১ এর রণাঙ্গন এর এই মুক্তিযোদ্ধা বলেন, কিছু লোক খাবে কিছু লোক খাবে না, তা হবে না। সবার মুক্তি একমাত্র গণতন্ত্রে, জবাবদিহিতাই গণতন্ত্র। এ সময় ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page